
উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ছেড়ে অপরাধ জগতে পা রাখলেন এক নববিবাহিত যুবক। স্ত্রীর বিলাসবহুল জীবনযাত্রার চাহিদা মেটাতে গিয়ে বিয়ের মাত্র এক মাসের মাথায় চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বিবিএ গ্র্যাজুয়েট তরুণ পারিক।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে জানানো হয়, পুলিশ সূত্রে জানা গেছে—সম্প্রতি বিয়ে করেন তরুণ পারিক। বিয়ের পর থেকেই তার স্ত্রী দামী উপহার ও বিলাসবহুল জীবনের জন্য চাপ দিতে থাকেন। সীমিত আয়ের চাকরিতে সেই চাহিদা পূরণ করা সম্ভব নয় বুঝতে পেরে চাকরি ছেড়ে দেন তরুণ। অতঃপর সহজে অর্থ উপার্জনের পথ খুঁজতে গিয়ে জড়িয়ে পড়েন চুরির মতো অপরাধে।
রাজস্থানের জামওয়ারামগড় গ্রামের বাসিন্দা পারিক তার অপরাধের লক্ষ্য স্থির করেন জয়পুর শহরকে। নিয়মিত গ্রাম থেকে শহরে এসে তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে চুরির ছক কষতেন। পুলিশের চোখ ফাঁকি দিতে প্রতিটি পদক্ষেপ নিতেন অত্যন্ত সতর্কভাবে। এতটাই নিখুঁত ছিল তার কৌশল যে, শুরুতে তাকে সন্দেহ করাও কঠিন হয়ে পড়ে।
তবে শেষ রক্ষা হয়নি। এক চুরির ঘটনায় তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয় তরুণ পারিককে। এরপর নজরদারি চালিয়ে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। বিয়ের এক মাস পূর্ণ হওয়ার আগেই তাকে পাঠানো হয় শ্রীঘরে।
উচ্চশিক্ষিত একজন যুবকের এমন পরিণতিতে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।