প্রচ্ছদ বিনোদন স্ত্রীকে লুকিয়ে শ্যালিকা ও তার বান্ধবীর সঙ্গে পরকীয়া! ধরা পড়তেই যুবকের কঠিন...

স্ত্রীকে লুকিয়ে শ্যালিকা ও তার বান্ধবীর সঙ্গে পরকীয়া! ধরা পড়তেই যুবকের কঠিন শাস্তি

এক যুবক স্ত্রী, শ্যালিকা ও শ্যালিকার বান্ধবীর সঙ্গে সমান তালে পরকীয়া চালাচ্ছিলেন। তবে চতুষ্কোণ প্রেমের গোপন সম্পর্ক ফাঁস হতেই তিন তরুণী একজোট হয়ে যুবককে হাতেনাতে শিক্ষা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিন তরুণী যুবককে ঘিরে বসে আছেন। মেঝেতে বসানো যুবকের ওপর চড়াও হন দুই তরুণী, একের পর এক চড়-থাপ্পড় মারছেন। আর এক তরুণী ঘটনাটি ফোনে রেকর্ড করতে থাকেন। অদ্ভুত ব্যাপার হলো, যুবক নির্বাক ও শান্তভাবে বসে থাকেন, দুই তরুণী তার চুল টেনে ধরে, পিঠে আঘাত করতে ছাড়েননি।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ওই তিন তরুণীর মধ্যে একজনই যুবকের স্ত্রী। তবে যুবক শুধু তার সঙ্গে নয়, শ্যালিকা ও শ্যালিকার বান্ধবীর সঙ্গেও সম্পর্ক রাখছিলেন। ভিডিওটি ‘গীতাপু’ নামে এক এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত হয় এবং ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখেছেন।

নেটিজেনরা এই ভিডিওতে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘‘ভাইয়ের প্রতিভা আছে, মানতেই হবে।’’ অন্যজন মন্তব্য করেছেন, ‘‘যতটা দোষ যুবকের, ঠিক ততটাই দায় তার শ্যালিকা ও বান্ধবীরও।’’

তবে, ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা যায়নি। তবে ঘটনা যুবক ও তিন তরুণীর মধ্যে প্রতারণা ও শাস্তির দৃষ্টান্ত হিসেবে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র : জনকণ্ঠ