
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আবারও পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন। তবে তারা সেখানে রাতযাপন করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করা হবে।’
উল্লেখ্য, জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ গত ৯ মাস ধরে বন্ধ রাখা হয়েছিলো পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনায়। যদিও দেশের বিভিন্ন মহলে এর ইতিবাচক-নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
সূত্র: news24bd