প্রচ্ছদ জাতীয় সেনাপ্রধানকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানালেন জামায়াত আমির

সেনাপ্রধানকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানালেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবরে তার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান।

রোববার (২০ জুলাই) বিকাল ৪টা ৫০ মিনিটে ডা. শফিকুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আমীরের অসুস্থতার খবরে সেনাপ্রধান ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। সেই সময় তিনি আমীর সাহেবের চিকিৎসায় যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত থাকার কথা জানান।

জামায়াত পক্ষ থেকে সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানানো হয় পোস্টে।