প্রচ্ছদ জাতীয় ‘সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না সরকার’

‘সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না সরকার’

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পাঁচ উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুলেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান।

ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেছেন, “এনসিপির পক্ষ থেকে যাদের বায়াসড বলা হয়েছে, তারা না থাকলে ড. ইউনূস স্যার এক ঘণ্টার জন্যও ক্ষমতায় টিকতে পারবেন না। সরকার টিকে আছে তাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের উপর।”

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে যোগ্যতার বিচারে এ পাঁচজনই সবচেয়ে দক্ষ। তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সদস্যের লিয়াজোঁ কমিটির পরামর্শেই এই উপদেষ্টাসহ অন্যদের নির্বাচন করা হয়েছে। হয়তো এই পাঁচ উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ করা যায়নি বলেই এখন তাদের ‘ট্যাগিং’ করা হচ্ছে।”

রাশেদ খান সতর্ক করে বলেন, “উপদেষ্টাদের রাজনৈতিক ট্যাগ দেওয়া দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে। আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যেন তারা ভুলগুলো শুধরে নিতে পারেন। কিন্তু শেখ হাসিনা ও ভারত যে সরকারকে ব্যর্থ করার চক্রান্ত করছে, সেই ফাঁদে ফ্যাসিবাদবিরোধী শক্তি যেন না পা দেয়— এটা এখন সবচেয়ে জরুরি।”

সুত্রঃ বিডি২৪লাইভ