প্রচ্ছদ জাতীয় সেই শিক্ষিকার মৃত্যু কীভাবে হয়েছে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা

সেই শিক্ষিকার মৃত্যু কীভাবে হয়েছে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিকের সহকারী শিক্ষিকা নানা রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। সাউন্ড গ্রেনেডে আহত হয়ে মারা যাওয়ার খবরটি সঠিক নয়।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ এ কথা বলেন তিনি।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করেছি। নিহতের পরিবারকে আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির আন্দোলনে অংশ নিতে গিয়ে রাজধানীতে অসুস্থ হয়ে পড়া শিক্ষক ফাতেমা আক্তার।

শিক্ষক নেতারা অভিযোগ করেন, ৮ নভেম্বর রাজধানীতে শিক্ষকদের পদযাত্রা চলাকালে পুলিশের ছোড়া ‘সাউন্ড গ্রেনেডে’ আহত হয়েছিলেন ফাতেমা আক্তার। হাসপাতালে ভর্তি থাকার পর আজ তার মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, ৮ নভেম্বর আন্দোলনস্থলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ফাতেমা আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।

ফাতেমা আক্তার চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা ডি. এম. সোলেমানের স্ত্রী।