
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলাম শুক্রবার সংসদ ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ফের আহত হন। এদিন তার কৃত্রিম হাতও ভেঙে পড়ে রাস্তায পড়েছিল। এ অবস্থায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় উত্তরার আজমপুরের বাসায় আতিকুলকে দেখতে যান নাহিদ ইসলাম। এ সময় তার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন এনসিপি আহ্বায়ক।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এ তথ্য জানান।
তিনি বলেন, আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হওয়ার পর ডান হাত হারান তিনি। গতকাল শুক্রবার সংসদ ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের হামলায় আবারও আহত হন আতিক।