প্রচ্ছদ সারাদেশ সুপার বোর্ড কারখানায় আগুন

সুপার বোর্ড কারখানায় আগুন

সারাদেশ:মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকায় একটি সুপার বোর্ডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মার্চ) দুপুর ১টার পর আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পায়। এর ১১ মিনিট পর তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি। তবে তাৎক্ষণিভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানান যায়নি।