প্রচ্ছদ জাতীয় সুদানে বিমান হামলায় নিহত ৪০ আমিরাতি ভাড়াটে সেনা

সুদানে বিমান হামলায় নিহত ৪০ আমিরাতি ভাড়াটে সেনা

আফ্রিকার গৃহযুদ্ধপীড়িত দেশ সুদানের দারফুর অঞ্চলে একটি ভয়াবহ বিমান হামলায় সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৪০ জন ভাড়াটে সেনাসহ সবাই নিহত হয়েছেন। সুদানের সেনাবাহিনী এই হামলার দায় স্বীকার করেছে।

গত বুধবার দারফুরের নায়লা বিমানবন্দরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিমানটি পারস্য উপসাগরে অবস্থিত আমিরাতের একটি নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল। সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি আধা-সামরিক বাহিনী আরএসএফ-এর কাছে অস্ত্র এবং ভাড়াটে সেনা সরবরাহের উদ্দেশ্যে দারফুরে এসেছিল।

বিমানটি যখন রানওয়েতে অবতরণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন এটিকে লক্ষ্য করে একটি রকেট নিক্ষেপ করা হয়, এতে বিমানটি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। নিহত ভাড়াটে সেনারা কলম্বিয়ার নাগরিক বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিহতদের মরদেহ ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সরকারি সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে। সুদানের সরকারি বাহিনী দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, আমিরাত আরএসএফকে অস্ত্র ও বিদেশি ভাড়াটে সেনা দিয়ে সহায়তা করছে। জাতিসংঘও একটি প্রতিবেদনে কলম্বিয়ান ভাড়াটে সেনাদের আরএসএফের হয়ে সক্রিয়ভাবে লড়াই করার বিষয়টি নিশ্চিত করেছে।