
পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের উত্তরে ওয়ারিজিস্তান জেলার আফগান সীমান্তে পাক সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর ডনের
গতকাল এই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ৫৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। আইএসপিআর জানায়, এক দিনের অভিযানে এটাই সর্বোচ্চ সংখ্যাক সন্ত্রাসী নিহতের ঘটনা ছিল। বিবৃতিতে আইএসপিআর আরও জানায়, উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় আফগান সীমান্তে সেনাবাহিনী এটি স্যানিটাইজেশন অপারেশন পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় ভারতের হয়ে কাজ করা ১৭ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
গত তিনদিন ধরে ওই এলাকায় সেনা অভিযানে এ পর্যন্ত ৭১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর। এজন্য সন্ত্রাসী নিষ্ক্রিয় করতে অভিযান চালাচ্ছে। ২০২২ সালে পাকিস্তানের সরকারের সঙ্গে দেশটির তেহেরিক-ই-তালেবান গোষ্ঠীর যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠিত হওয়ার পর গত বছর থেকে বিশেষ করে খাইবার পাকতুনখাওয়া এবং বেলুচিস্তানে তাদের আবার সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে।