প্রচ্ছদ জাতীয় সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলো বিএনপি

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলো বিএনপি

ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের বার্তা দিয়েছে বিএনপি। দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গতকাল সিলেট বিভাগের চার জেলার মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আলাদাভাবে চার জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেয়া হয়েছে। ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে দলীয় একক প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে গ্রিন সিগন্যাল দেয়া হবে বলে সভা সূত্র জানিয়েছে। মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিকাল ৩টার দিকে সিলেট বিভাগীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক শুরু হয়। প্রথমে সুনামগঞ্জ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয়। প্রায় ৪৫ মিনিট আলোচনা চলে। পরে সিলেট জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসব বৈঠকে সূচনা বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মনোনয়নপ্রত্যাশীরা দুই থেকে তিন মিনিট করে বক্তব্য রাখেন। শেষে বিএনপি মহাসচিব দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বৈঠকে মনোনয়ন, নির্বাচনী প্রস্তুতি, প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন মির্জা ফখরুল।

সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ৫টি আসনের ১০ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। সিলেট জেলার ৬টি আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ১৬ জন উপস্থিত ছিলেন। পরে মৌলভীবাজার ও হবিগঞ্জের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন দলের নেতারা। হবিগঞ্জের চারটি আসনের ২০ জনের মতো মনোনয়নপ্রত্যাশী বৈঠকে অংশ নেন।

বৈঠকে উপস্থিত ৫ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কথা হয়েছে মানবজমিনের। নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, আসন্ন সংসদ নির্বাচনে সিলেট বিভাগের প্রতিটি আসনে ৪ থেকে ৫ জন করে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এর মধ্যে থেকে যাচাই-বাছাই করে ২ থেকে ৩ জন মনোনয়নপ্রত্যাশীকে বৈঠকে ডাকা হয়। সভায় বিএনপি মহাসচিব দলীয় একক প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য মনোনয়নপ্রত্যাশীদের নির্দেশনা দেন।

এ ছাড়া বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়, দেশ ও জনগণের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ। নির্বাচনে জামায়াতই দলের প্রার্থীদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হবে এমনটাও বলা হয় কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে।

সিলেট বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জি কে গউছ মানবজমিনকে বলেন, বৈঠক বলা হয়েছে, একক প্রার্থী দেয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনগণকে সন্তুষ্ট এবং ভোটারদের মন জয় করারও নির্দেশনা দেয়া হয়েছে।

ওদিকে যেসব মনোনয়নপ্রত্যাশীকে বৈঠকে ডাকা হয়নি তাদের কিছু কর্মী সমর্থককে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে দেখা যায়।

ওদিকে বৈঠকের সময় গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকাল সাড়ে চারটার দিকে ভেতরে প্রবেশ করে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামকে মারধর করেন। এসময় আরও কয়েকজন সংবাদকর্মী হেনস্তার শিকার হন। এ ঘটনার দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ আঘাতপ্রাপ্ত এবং উপস্থিত কিছু সাংবাদিক হেনস্তার শিকার হন। গণমাধ্যমের সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এই কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণরূপে ভুল বুঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদসহ উপস্থিত সাংবাদিকদের প্রতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সূত্র: মানবজমিন