প্রচ্ছদ সারাদেশ সিলেটের অপরাধীদের আতঙ্ক সাংবাদিক জাহাঙ্গীর আলম রাসেল

সিলেটের অপরাধীদের আতঙ্ক সাংবাদিক জাহাঙ্গীর আলম রাসেল

সিলেটের অপরাধ জগতের কাছে ভয়ের এক নাম সাংবাদিক জাহাঙ্গীর আলম রাসেল। গত কয়েক বছরে তিনি চাঁদাবাজি, দুর্নীতি ও প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অন্যায়ের কাছে আপোষহীন এই সাংবাদিকের সাহসী অবস্থান প্রশংসিত হয়েছে সর্বমহলে।

ঢাকায় দীর্ঘদিন অনলাইন সাংবাদিকদের সংগঠিত করার পাশাপাশি সিলেটের অনলাইন প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। আধুনিক মোবাইল জার্নালিজমের মাধ্যমে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে তাঁর গড়া মোবাইল মিডিয়া। অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে তিনি সিলেট ও ঢাকায় সংগঠনও গড়ে তুলেছেন।

তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুর্নীতির খবর প্রচার করার পর তিনি পেয়েছেন নানা ধরনের হুমকি-ধামকি। তারপরও থেমে নেই তাঁর কলম। বরং চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধেও প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন এবং ভিডিও প্রকাশ করে তাদের সিন্ডিকেটের অসংগতি তুলে ধরেছেন।

সব ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে একের পর এক দুর্নীতির খবর প্রকাশ করে যাচ্ছেন জাহাঙ্গীর আলম রাসেল। তাঁর এই আপোষহীন অবস্থান ইতোমধ্যে মিডিয়া অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।