
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরের মধ্যে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে এবং লঘুচাপের সৃষ্টি হলে বৃষ্টিপাতের প্রবণতা ও ব্যাপ্তি আরও বাড়তে পারে।
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাস থেকে জানা গেছে এসব তথ্য।
পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী পাঁচদিনে দেশের বিভিন্ন বিভাগের জন্য পূর্বাভাস হলো—
শনিবার (২০ সেপ্টেম্বর): ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (২১ সেপ্টেম্বর): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে ভারী বর্ষণ দেশের কোথাও কোথাও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
সোমবার (২২ সেপ্টেম্বর): ঢাকারসহ অন্য বিভাগগুলোর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং অন্য বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর): দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছেন, বৃষ্টিপাতের কারণে নদী-নালা, খাল-বিল সংলগ্ন এলাকায় সাবধানতা অবলম্বন করতে হবে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে হবে।