প্রচ্ছদ জাতীয় ‘সাদ্দাম-রাব্বানীরা কমিউনিটি গেড়ে মাস্তি করছে, বারে বসে মদ গিলছে

‘সাদ্দাম-রাব্বানীরা কমিউনিটি গেড়ে মাস্তি করছে, বারে বসে মদ গিলছে

অবৈধ কামাইয়ের অঢেল টাকার দৌলতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাদের খারাপ থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রাফে সালমান রিফাত।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সালমান প্রশ্ন ছুড়ে বলেন, কলকাতায় কেমন আছে সাদ্দাম, ইনান, সনজিত, শয়ন গং? অবৈধ কামাইয়ের অঢেল টাকার দৌলতে খারাপ থাকার তো কথা না?

অথচ দেশে আটকা পড়া তাদের হাজার হাজার কর্মীর অবস্থা শোচনীয়। বেশিরভাগ নেতাকর্মীরা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, পলাতক নিভৃতচারী জীবন যাপন করছে, যোগ করেন তিনি।

ঢাবি ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি আরও বলেন, ওদিকে সাদ্দাম, গোলাম রাব্বানীরা কলকাতায় বাঙাল কমিউনিটি গেড়ে মাস্তি করছে। বার এ বসে মদ গিলছে। দুই বাংলার কী অদ্ভুত বৈপরীত্য!