সাত বছর পর দেশে ফিরলেও পরিবার নিতে রাজি না অসুস্থ নুরুল আমিনকে। গতকাল ১২ মার্চ মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় সাত বছর পর দুবাই থেকে ফিরেছেন চট্টগ্রামের নুরুল আমিন।
দেশে ফিরে বিমানবন্দর থেকে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহায়তায় পরিবারকে ফোন করলে তাঁরা নুরুল আমিনকে নিতে ঢাকায় আসবেনা বলে জানিয়েদেন তার স্ত্রী। এমন কথা শুনে বিমানবন্দরে কান্নায় ভেঙ্গে পড়েন অসুস্থ নুরুল আমিন।
গতকাল রাতেই নিরাপদ আবাসন ও পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে নিরাপদে হস্তান্তর করার জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন এপিবিএন। নুরুল আমিন বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনাতে আছেন। আজ সকালে আমরা ভুক্তভোগীর স্ত্রীর সাথে যোগাযোগ করলে একই কথা বলেন।নুরুল আমিন ২০১৬ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে দুবাই যান। সেখানে ব্যবসা করতেন তিনি। একপর্যায়ে অবৈধ হয়ে পড়লে সেদেশের পুলিশ ধরে জেল হাজতে পাঠান নুরুল আমিনকে। জেলখানা থেকে গতকাল শুন্য হাতে অসুস্থ অবস্থায় দেশে ফিরেন নুরুল আমিন।
দেশে ফেরত নুরুল আমিনের ঠিকানা: পিতা: মৃত মোতালেব হোসেন, গ্রাম: দক্ষিণ সরদি, পো: দুরদূরি, থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |