প্রচ্ছদ বিনোদন সাতসকালেই বিরাট দুঃসংবাদ! মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

সাতসকালেই বিরাট দুঃসংবাদ! মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা আর্ট ইভান্স৷ বিখ্যাট চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা যিনি ‘ডাই হার্ড 2’ এবং ‘ফ্রাইট নাইট’-এ তার অভিনয়ের জন্য পরিচিত ছিলেন৷ তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন ভক্তরা৷

মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮২ বছর৷ প্রচারক এরিকা হান্টজিঙ্গার মাধ্যমে ইভান্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল ।

তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি৷ একটি বিবৃতিতে, ইভান্সের স্ত্রী বেবে ইভান্স বলেছেন- ‘আর্ট আর নেই৷ আমরা ভীষণ দুঃখিত। এই সময়ে আমাদের গোপনীয়তা সম্মান করুন। ধন্যবাদ। ‘