প্রচ্ছদ জাতীয় সাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় মন্থা, আছড়ে পড়বে যেসব অঞ্চলে

সাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় মন্থা, আছড়ে পড়বে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে মৌসুমের শেষ দিকে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে। আগামী তিন দিনের মধ্যে লঘুচাপটি আরও ঘনভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তবে শেষ পর্যন্ত কোন উপকূলে আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ।

বর্তমানে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ তৈরি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৬ অক্টোবরের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে রূপ নেবে। এরপর আগামী ২৮ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মন্থা’, যার অর্থ থাইল্যান্ডের খাই ভাষায় ‘সুন্দর ফুল’। তবে মোস্তফা কামাল পলাশ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এই লঘুচাপ সম্ভবত ২৭-২৮ অক্টোবরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা অনেক কম।

তবে লঘুচাপের প্রভাবে সৃষ্ট মেঘের কারণে বাংলাদেশে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ওই নিম্নচাপ ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে রূপ নেবে এবং পরের দিন ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সমুদ্রতটে উত্তাল পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলাদেশে কম পড়বে, তবুও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও আকাশে মেঘলা আবহাওয়ার দেখা মিলবে।