প্রচ্ছদ জাতীয় সাক্কুর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ, যা বললেন সূচনা

সাক্কুর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ, যা বললেন সূচনা

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করছেন এমপি বাহারকন্যা তাহসিন বাহার সূচনা।

শনিবার ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সূচনা।

জানা গেছে, এ নির্বাচনে চার মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকন্যা ডা. তাহসীন বাহার সূচনা ও টেবিল ঘড়ি প্রতীকের মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু।

সূচনা বলেন, আমি এবার প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছি। প্রথম নির্বাচন করলেও আমি যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, সেহেতু ভোট আমার কাছে নতুন কিছু না। ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাহারকন্যা বলেন, এ অভিযোগ সঠিক নয়। বর্তমানে কোনো অনিয়ম হলে দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি প্রত্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভও করতে পারে। কই এ ধরনের কোনো কিছু চোখে পড়েনি। শুধু প্রার্থীরা অভিযোগ করলে তো হবে না।
ভোট দেওয়ার পর ফল মেনে নেওয়ার বিষয়ে সূচনা বলেন, আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। ভোট গণনা শেষে যে ফল আসবে তা আমি মেনে নেব।

এর আগে এজেন্টদের বের করার অভিযোগ করেন টেবিল ঘড়ি প্রতীকের মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু।