প্রচ্ছদ হেড লাইন সাকিব ম্যাচসেরা হওয়ার পর যা বললেন স্ত্রী শিশির

সাকিব ম্যাচসেরা হওয়ার পর যা বললেন স্ত্রী শিশির

কয়েক দিন ধরেই সাকিব আল হাসানকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। দেশ থেকে বিদেশ, সবখানেই সাকিবের পারফরম্যান্স নিয়ে হচ্ছিল এসব সমালোচনা। তবে সব কিছুর জবাব দিয়েছেন ব্যাট হাতে। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে রান করে সাকিব প্রমাণ করলেন তিনি এখনও সেরা।

সুপার এইটে যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচেই জ্বলে উঠেন সাকিব, ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। বল হাতে কোনো উইকেট না পেলেও ৩০ এর কম রান খরচ করেছেন। ডাচদের বিপক্ষে বাংলাদেশের ২৫ রানের জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সাকিব।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সাকিব বন্দনা। সমর্থকদের মতো সাকিবকে নিয়ে পোস্ট করেন স্ত্রী পত্নী উম্মে আল হাসান শিশির। সাকিবের ম্যাচসেরার ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এক শব্দে লিখেছেন ‘ফেইথ’। অর্থাৎ বিশ্বাস। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

সাকিবকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় শিশিরকে। বিশেষ করে সাকিবের খারাপ সময়ে পাশে থেকে ভরসা জোগান তিনি। এবারও হয়তো এক শব্দে ফেইথ লিখে বুঝাতে চেয়েছেন বিশ্বাস হারাননি তিনি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।