প্রচ্ছদ খেলাধুলা সাকিবের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তামিম

সাকিবের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তামিম

খেলাধুলা : এবারের বিশ্বকাপে একদমই চেনা ছন্দে নেই সাকিব আল হাসান। কী ব্যাটিং, কী বোলিং – কোথাওই নিজের আসল কারিশমা দেখাতে পারছেন না সাকিব। স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু হয়ে গেছে সাকিবকে ঘিরে।

ব্যাট হাতে ক্যারিয়ারজুড়ে বহুবারই খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন সাকিব। তবে বেশিরভাগ সময়ই তা পুষিয়ে দিয়েছেন বল হাতে। বোলিংয়ে খুব কম সময়েই সমর্থকদের হতাশ করেছেন তিনি। তবে এবারের বিশ্বকাপে যেন কিছুতেই কিছু হচ্ছে না সাকিবের। এমন খারাপ সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে তামিম বলেন, ‘আসলে আমার পরামর্শের চেয়েও বেশি (যা জরুরি) যে, সে (সাকিব) নিজের ক্যারিয়ারে এসব অনেক দেখেছে আগে। তার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি নিশ্চিত সে ভালো করবে। সে অনেক অনেক বড় প্লেয়ার বাংলাদেশের, সে অনেক ভালো কিছু করেছে। ব্যক্তিগত অনেক অর্জন আছে তার। গত এক বছরে সে হয়ত অত বেশি রান করেনি। তবে আমার পূর্ণ বিশ্বাস আছে সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করে ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারবে।’

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৩ জুন, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই ম্যাচে জিততে পারলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার এইটে খেলা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই দলের লড়াই।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।