মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ‘লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স’ দলের হয়ে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যে দলটির হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে ব্যাটে-বোলে সেভাবে আলো ছড়াতে পারছেন না তিনি।
তবে তারকা এই অলরাউন্ডারকে ফর্মে ফেরাতে যেন অভিনব এক পন্থা বেছে নিল ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স একটি পোস্ট করেছে।
তিন সেকেন্ডের ছোট্ট এক ভিডিওতে ক্যাপশন দিয়েছে, ‘তার ছায়া দেখে আপনি কোনো বোলারকে চিনতে পারবেন না। ছায়াটা দেখুন।’ পোস্টে ক্যাপশন দিয়েছে, ‘বাঘ যখন হাটে, জঙ্গল বোঝে।’
পোস্টের পর বাঘের ইমোজি ক্যাপশন দিয়েছে। সাকিব আল হাসানের নাম উল্লেখ করেছে। হ্যাশট্যাগ দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের নাম উল্লেখ করেছে। লস অ্যাঞ্জেলেস পোস্টটি করার তিন ঘণ্টা না পেরোতেই প্রায় সাড়ে তিন হাজার রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য হয়েছে পাঁচ শতাধিকের বেশি। ইতোমধ্যে ভিডিওটি শেয়ার করেছেন ১৭০ জন।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ খেলবে সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে। বাংলাদেশ সময় শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১টায় মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে শুরু হবে ম্যাচটি।
সাকিবের বোলিং নিয়ে যে পোস্ট করেছে লস অ্যাঞ্জেলেস, বাংলাদেশের তারকা অলরাউন্ডার ভুগছেন সেই বিভাগেই। ৩ ম্যাচে ৭ ওভার বোলিং করেছেন। ১১.৭১ ইকোনমিতে ৮২ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট। ১৩০.৪৩ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। গড় ২০। এমনকি জার্সি কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে তাকে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |