প্রচ্ছদ মিডিয়া সাইফের ওপর হামলাকারী যুবক বাংলাদেশি, ৫ মাস আগে আসেন ভারতে!

সাইফের ওপর হামলাকারী যুবক বাংলাদেশি, ৫ মাস আগে আসেন ভারতে!

মিডিয়া: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক, এমনটাই ধারণা করছে মুম্বাই পুলিশ। আজ রবিবার ভোরে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবক আটক করা হয়।

অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয় শেহজাদ নামের ওই যুবককে। মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানেতে একটি পানশালায় কাজ করতেন।

মুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, তা থেকে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশি। অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। পাঁচ থেকে ছয় মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন এবং মুম্বাই আসেন। পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, ‘তার কাছে কোনো ভারতীয় নথি নেই। আমরা সন্দেহ করছি যে সে বাংলাদেশের, আমরা তদন্ত করছি এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের অভিযোগ যুক্ত করেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা তার কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করেছি যা থেকে বোঝা যায় যে সে বাংলাদেশের। সে অবৈধভাবে ভারতে এসেছিল এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখা হয়েছে। সে প্রায় চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছে।’

বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সাইফ আলীর ওপর হামলা করা হয়। অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে ছুটে যান সাইফ আলি খান। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

সূত্র: কালের কণ্ঠ

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।