প্রচ্ছদ আন্তর্জাতিক সরকার থেকে আমাকে সেখানে পাঠানো হয়নি: তাসনিম জারা

সরকার থেকে আমাকে সেখানে পাঠানো হয়নি: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন, সম্প্রতি একটি স্বাস্থ্যসেবা বিষয়ক ক্লিপে শুধু তাকে দেখা যাওয়ার পর গণমাধ্যমে নানা প্রশ্ন ও গুঞ্জন ছড়িয়েছে।

ডা. তাসনিম জারা বলেন, “অনেকে প্রশ্ন করছেন, কেন অন্য দলের রাজনীতিবিদরা সেখানে ছিলেন না। এটি পরিষ্কার করতে চাই, আমি সেখানে সরকারের পক্ষ থেকে পাঠানো হয়নি।”

তিনি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় সরকারি তিনটি অফিসিয়াল প্রোগ্রামের শিডিউল ছিল—সকাল ৮টা, দুপুর ১টা ও সন্ধ্যা ৬টা। প্রতিটি প্রোগ্রামের মধ্যে কিছু ঘণ্টার অবসর সময় ছিল, যা তিনি কার্যকরভাবে কাজে লাগাতে চেয়েছিলেন।

ডা. তাসনিম বলেন, “এক সহকর্মী আমাকে জানালেন যে মেডট্রনিক ল্যাবস এবং ব্র্যাক যৌথভাবে বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটি আলোচনার আয়োজন করেছেন। সেই সময়টা আমার অবসর সময়ের সঙ্গে মিলে যাচ্ছিল, তাই আমি অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম। আগে রাজনীতিতে আসার আগে আমি কোম্পানি সহায় হেলথ থেকে এই প্রজেক্টে কাজ করেছি। তখনও লক্ষ্য ছিল বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করা।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে তার অংশগ্রহণ ইনভাইট-অনলি ভিত্তিতে হয়েছে। “সরকার আমাকে পাঠায়নি। হয়তো এজন্য অনুষ্ঠান কক্ষে সরকারী প্রতিনিধিরা এক পাশে বসেছিলেন, আর আমাকে অন্য পাশে বসার ব্যবস্থা করা হয়েছিল,” বলেন ডা. তাসনিম।

প্রকাশিত কিছু সংবাদে বলা হয়েছিল যে তিনি প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ব্লুপ্রিন্ট উপস্থাপন করেছেন। এ বিষয়ে ডা. তাসনিম জারা স্পষ্ট করেন, “সেশনটির শিরোনাম ছিল ‘ব্লুপ্রিন্ট’। আমি শুধু মেডিকেল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে মন্তব্য করেছি। মূল কীনোট অন্যরা দিয়েছেন।”

তিনি আরও উল্লেখ করেন, “এটি একমাত্র অনুষ্ঠান নয় যেখানে আমি ব্যক্তিগত আমন্ত্রণে অংশ নিয়েছি। প্রতিদিনই অবসর সময়কে কাজে লাগানোর চেষ্টা করছি। অন্য নেতারাও তাদের অবসর সময়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন।”

সূত্র: জনকণ্ঠ