প্রচ্ছদ আর্ন্তজাতিক সমালোচনার জবাব দিল ভারত

সমালোচনার জবাব দিল ভারত

রাশিয়ার থেকে জ্বালানি তেল ক্রয় নিয়ে মার্কিন সমালোচনার জবাব দিয়েছে ভারত। শুক্রবার (১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের জ্বালানি চাহিদা পূরণে বাজার পরিস্থিতি মূল্যায়ন ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়ে থাকি।’ খবর এনডিটিভি

রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল ক্রয় বন্ধে ক্রমাগতভাবে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর কারণ হিসেবে ওয়াশিংটন বলছে, তেল ক্রয়ের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করার শামিল। বিষয়টি নিয়ে সমালোচনা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, রাশিয়া থেকে ভারতের তেল ক্রয়ের বিষয়টি বিরক্তিকর। দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে যখন একটি নিরাপত্তা বাণিজ্য চুক্তি এবং ট্রাম্পের আরোপিত ২৫ শতাংশ শুল্কহার কমানোর চেষ্টা চলছে তখন রুবিও এমন মন্তব্য করলেন।

রুবিও স্বীকার করেন, বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ ভারতের ব্যাপক জ্বালানি প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে ২০৩০ সালের মধ্যে দেশটিতে প্রতিদিন ৬৬ লাখ ব্যারেল দেশ প্রয়োজন হবে।

রুবিও আরও বলেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তেল ও গ্যাস বিক্রিতে অনেক ছাড় দিচ্ছে। আর এটিকে সুযোগ হিসেবে কাজে লাগচ্ছে ভারত।

গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। পাশাপাশি তিনি রাশিয়া থেকে তেল ক্রয়ে ভারতকে জরিমানা গুনতে হবেও হুঁশিয়ারি দিয়েছেন।