প্রচ্ছদ সারাদেশ সব জায়গায় একই টি-শার্ট কেন পরেন হাসনাত আবদুল্লাহ?

সব জায়গায় একই টি-শার্ট কেন পরেন হাসনাত আবদুল্লাহ?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে শুরু থেকেই সামনের সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। সেই শুরু থেকে এখন পর্যন্ত একই টি-শার্ট পরতেই দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও সেই টি-শার্ট পরেই অংশ নেন হাসনাত আব্দুল্লাহ।

নীলচে সবুজ রঙের টি-শার্টটির সামনের দিকে বুকের বাঁ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম দেওয়া। মাঝে লিখা ‘ENGLISH’, অর্থাৎ এটি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বানানো টি-শার্ট।

টি-শার্টটিই নিয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ জানান, ‘আমি যখন বনশ্রীর বাসা থেকে বের হয়ে আন্দোলনে আসি, তখন ছাত্রলীগ আমাকে বাজেভাবে মেরেছিল। এরপর আর বাসায় ফেরা হয়নি।

তিনি আরও জানান, আন্দোলন আরও এগোতে থাকলে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের নিপীড়ন করেছে, আমরা যারা সমন্বয়ক ছিলাম ডিবি পুলিশও তাদের উঠিয়ে নিয়ে গেছে। ফলে এই টি-শার্টটিও কিন্তু স্বৈরাচার মোকাবিলার সিম্বল। প্রতিজ্ঞা করেছিলাম, যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটি খুলবো না।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।