
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান পরিচালনার সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুরে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে। নিহত র্যাব কর্মকর্তা হলেন র্যাব-৭ চট্টগ্রামের ডিএডি মো. মোতালেব।
জানা গেছে, সোমবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা থেকে র্যাবের একটি টিম জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সেখানে সন্ত্রাসীরা তাদের ওপর চড়াও হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, র্যাবের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাব ও সেনা সদস্যদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।








































