
হেড লাইন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তারা মিয়া (৪০) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৩টার দিকে দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সুলতান মৃধার সন্তান।
তথ্যে জানা যায়, জীবিকার তাগিদে ২০২২ সালে তারা মিয়া শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন রাতেও কাজের জন্য বের হন। সৌদি আরব সময় রাত ৩টার দিকে তাঁদের বহনকারী কোম্পানির গাড়িটিকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। তারা মিয়ার মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।











































