প্রচ্ছদ জাতীয় সড়ক দু’র্ঘটনায় এনসিপি নেতার শিশুকন্যা নি’হত

সড়ক দু’র্ঘটনায় এনসিপি নেতার শিশুকন্যা নি’হত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার শিশুকন্যা আয়রা মনি (৩) নিহত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের খোয়ারপাড়–জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনি মালা শহরের বিসিক সংলগ্ন নিজ বাসার পাশের ড্রামে ময়লা ফেলতে যান। এ সময় তার অজান্তে শিশু আয়রা মনি তার পিছু পিছু রাস্তার পাশে চলে যায়।

হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মাঝে পড়ে শিশুটি ধাক্কা খায় এবং গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর গাড়ি দুটি দ্রুত চলে যাওয়ায় সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন আয়রা মনিকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে আয়রা মনি মারা যায়।

শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।