প্রচ্ছদ হেড লাইন সড়কে প্রাণ গেলো জামায়াত নেতার

সড়কে প্রাণ গেলো জামায়াত নেতার

হেড লাইন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় আনোয়ার হোসেন (৪০) নামে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পন্থিছিলা জলদাখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ইসহাকের ছেলে। এছাড়া তিনি বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়ি থেকে সীতাকুণ্ড পৌর সদরে যাওয়ার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার হোসেন।’ কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট কর্ণ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে কাভার্ডভ্যান চাপায় একজন নিহত হয়েছেন। ঘাতক কাভার্ডভ্যানটি দুর্ঘটনায় পর পালিয়ে গেছে। সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

সূত্র : ট্রিবিউন

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।