সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকের ধাক্কায় আহত ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় আরেক কর্মী পায়ে মারাত্মক আঘাত পান।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এক সংবাদ সম্মেলনে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান।
তিনি বলেন, আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকা এক ফায়ার কর্মী কাঁধে পানির পাইপ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আগুন নেভানোর সময় আরেক ফায়ার সার্ভিস কর্মী দুর্ঘটনায় পা কেটে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে একে একে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।
কিন্তু প্রায় সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |