প্রচ্ছদ জাতীয় শোক প্রকাশের স্বাধীনতা চাই—আসিফ নজরুলের পুরনো স্ট্যাটাস ভাইরাল

শোক প্রকাশের স্বাধীনতা চাই—আসিফ নজরুলের পুরনো স্ট্যাটাস ভাইরাল

জাতীয়:জাতীয় শোক দিবসে সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল। আজ ১৫ আগস্ট তার পুরনো একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। যেখানে তাকে শোক প্রকাশের স্বাধীনতা চাইতে দেখা গেছে।

গত বছরের ২২ আগস্ট ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘শোক প্রকাশের স্বাধীনতা চাই! কার মৃত্যুতে কে দুঃখিত হবে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কার দুঃখে কে দুঃখ পাবে বা কার জন্য কে দোয়া করবে, এটাও একান্ত ব্যক্তিগত বিষয়।’

ওই স্ট্যাটাসে তিনি আরো বলেন, ‘এর ওপর কোনো রকম রাষ্ট্রীয়, রাজনৈতিক বা ব্যক্তিগত হস্তক্ষেপ হতে পারে না। শোক প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে।

আজ ১৫ আগস্ট আসিফ নজরুলের শাশুড়ি অভিনেত্রী মেহের আফরোজ শাওন আসিফ নজরুলের পুরনো স্ট্যটাসটি শেয়ার দেওয়ায় নতুন করে আলোচনায় আসে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।