প্রচ্ছদ জাতীয় শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বললেন বিএনপি নেতা

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বললেন বিএনপি নেতা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‌জিয়াউর রহমানের ‘স্ত্রী’ সম্বোধন করেছেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া নামের এক বিএনপি নেতা। এ ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলের দিকে ওই ভিডিওটি ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসে সবার। এর আগে শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এই বক্তব্য দেওয়া হয়। বক্তব্য দেওয়া বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়া তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

১৪ সেকেন্ডের ভাইরাল বক্তব্যে ওই বিএনপি নেতাকে শোনা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এসময় পাশে থাকা অন্যরা তার ভুল শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করা মাত্রই ভিডিওটা রেকর্ড শেষ করা হয়।

তিতাস উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জাম সরকার। অনুষ্ঠানের একপর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার বক্তব্যের পালা এলে তিনি বক্তব্যের শুরুতেই বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এ বক্তব্যের বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বক্তব্য দিতে গিয়ে ভুলবশত জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি ‘স্লিপ অব টাং ’। আমি এর কারণে সবার কাছে ক্ষমাপ্রার্থী।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীবলেন, বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র : বার্তা বাজার