শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতাও কমে গেছে। এই ঋতু ত্বক ও চুলের জন্যও বেশ কষ্টকর। শীতকাল এলেই ত্বক শুকিয়ে যায়, চুলের সমস্যা বাড়ে। এই অবস্থায় চুল ও ত্বকের যত্ন নিতে পারে তেল। শীতের দিনগুলোতে ত্বক ও চুলের পরিচর্যা করতে তেলকে বেছে নিন। এমন অনেক তেল রয়েছে, যেগুলো ত্বক ও চুল উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যেমন-
জোজোবা অয়েল: জোজোবা তেল ত্বকের উপর ময়েশ্চারাইজার হিসেবে দুর্দান্ত কাজ করে। এটি ত্বকের উপর সিবাম উৎপন্ন করতে সাহায্য করে। এছাড়া জোজোবা অয়েলে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রোমকূপের মুখ বন্ধ না করেই ত্বককে হাইড্রেট রাখে।
আমন্ড অয়েল: আমন্ড অয়েল ভিটামিন ই-তে ভরপুর। এই তেল শুষ্ক ত্বকের সমস্যা দূর করে। পাশাপাশি ত্বকে আর্দ্রতা জোগায়। নিয়মিত আমন্ড অয়েল ব্যবহার করলে ত্বকের টোন ও টেক্সচার উন্নত হয়।
অলিভ অয়েল: ত্বককে হাইড্রেট রাখতে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের সমস্যা কমায়। এই তেল চুলে মাখলে গোড়া মজবুত হয়। চুল পড়ার সমস্যা কমে। পাশাপাশি চুল হয়ে ওঠে নরম ও কোমল।
নারকেল তেল: নারকেল তেলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ত্বকের উপর একটি আস্তরণ তৈরি করে, যা ত্বকের ময়েশ্চারকে বজায় রাখে। এই তেল শুষ্ক ত্বকের জন্য দারুণ উপযোগী। এই তেল চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে চুলের উস্কখুশ্ক ভাব দূর হয়।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |