
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে বলেছেন যে ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে যে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে।
‘আন্দোলন চলে গেছে তৃতীয় পক্ষের হাতে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে দেশকে খাদের কিনারায় নিয়ে যেতে চায়। এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারি না। প্রিয় মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার শতভাগ। শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি,’ এক সংবাদ সম্মেলনে বলছিলেন তিনি।
‘কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আন্দোলনকারীদের সাথে বসতে চান। তিনি তাদের কথা শুনতে চান ও বলেছেন কোনো সংঘাত চাই না। প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত হতে পারে এমন কর্মসূচি সংঘাত এড়াতে এড়িয়ে চলেছি। বিভেদ নয় আমরা ঐক্যে বিশ্বাসী।’
তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী সবার সম্মিলিত সহযোগিতার আহবান জানাচ্ছি।’
ওবায়দুল কাদের দাবি করেন, এ আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করছে। তাদের ষড়যন্ত্র ও উস্কানি ছাত্রদল ও ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
সূত্র : বিবিসি










































