
নবম পে-স্কেলে বিশ্ববিদ্যালয়সহ সব পর্যায়ের শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর (স্বতন্ত্র বেতন স্কেল) দাবি থাকলেও পে-কমিশন এই বিষয়ে কোনো সুপারিশ করবে না বলে জানা গেছে।
রোববার (১১ জানুয়ারি) পে-কমিশনের এক সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন ইতিবাচক থাকলেও এটি তাদের সুপারিশের বিষয় নয়। পে-কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে; স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ারভুক্ত।
পে-কমিশনের এক সদস্য বলেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কমিশন কোনো সুপারিশ করবে না। এ বিষয়ে সুপারিশের এখতিয়ার আমাদের নেই।
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম জানান, কমিশনের কাছে আমরা স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছিলাম। কমিশনের চেয়ারম্যান বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছিলেন। এখন যদি সুপারিশ না করা হয়, এটি দুঃখজনক।
তিনি আরও বলেন, পে-কমিশন সুপারিশ না করলে নির্বাচিত সরকারের কাছে আমরা এই দাবিটি জানাব।
নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে পে-কমিশন আগামী ২১ জানুয়ারি পূর্ণ কমিশনের সভা করবে। সভার আগে আরও একটি প্রস্তুতিমূলক সভা হওয়ার কথা রয়েছে। এই সভায় কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে।







































