প্রচ্ছদ জাতীয় শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন ছাত্র-জনতা এই দাবি নিয়ে রাস্তায় বিক্ষোভ ও সমাবেশ করছে। এ সময় ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’,সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহিদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়।’ এরপর একটি ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন হাদি।

আরেকটি পোস্টে হাদি লেখেন, ‘জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপোষহীন নেত্রী বেগম জিয়ার কাছে যেতে চাই আমরা শাহবাগের দাওয়াত নিয়ে। কাইন্ডলি সংশ্লিষ্ট কেউ হেল্প করুন। উনি আমাদের সার্বভৌম অভিভাবক।’

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনে সামনে ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।

সূত্র: কালবেলা