প্রচ্ছদ আর্ন্তজাতিক শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মোন্থা’। ক্রমেই এগিয়ে আসছে এটি। বর্তমানে উপকূলের খুব কাছে চলে এসেছে। এর প্রভাবে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারতের পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলে ঝুঁকি বাড়ছে। সোমবার থেকে অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলীয় এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবারের মধ্যে ‘তীব্র ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। বর্তমানে ঝড়টি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে অবস্থান করছে এবং দ্রুত শক্তি বাড়াচ্ছে।

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় মেলিসা, বাতাসের গতিবেগ ২৮২ কিমি
অন্ধ্রপ্রদেশের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, কাকিনাডা জেলায় উপকূলের কাছের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ৪০-৫০ হাজার মানুষ এরই মধ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এবং প্রায় ৩৯ লাখ মানুষ সরাসরি প্রভাবিত হতে পারেন।

রয়টার্স জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলীয় এলাকায় সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবা সংশ্লিষ্ট কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জেলেপাড়ার মানুষদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। হিমালয়ের দেশ নেপালেও মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। চলতি মাসে ভারী বৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে নেপালে এরই মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে।