প্রচ্ছদ জাতীয় লুৎফুজ্জামান বাবরের সাজা বাতিল

লুৎফুজ্জামান বাবরের সাজা বাতিল

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা একটি মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

আজ বুধবার বিশেষ জজ আদালতের দেয়া আট বছরের সাজা বাতিল করে এই রায় দিয়েছেন আদালত। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ মামলাটি দায়ের করা হয়েছিল।

সেই মামলায় পাওয়া দণ্ডের বিরুদ্ধে আপিলের রায়ে খালাস পেলেন বাবর। বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চে আপিলের শুনানি হয়।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।

সূত্র : নয়া দিগন্ত

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।