
সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ফলে স্বামী-স্ত্রী উভয়েই এই আসনে মনোনয়নপত্র জমা দিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।
লুৎফুজ্জামান বাবরও সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় সাংবাদিকরা স্ত্রীর মনোনয়নপত্র জমাদানের ব্যাপারে জানতে চাইলে বাবর বলেন, ‘এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারব না।’
নেত্রকোণা-৪ এবার তিনজন নারী প্রার্থী লড়াই করছেন। অন্য দুজন হলেন- সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোনা-৪ আসনে। পরের বার আওয়ামী লীগের আবদুল মোমিনের কাছে হারলেও ২০০১ সালে ফের নির্বাচিত হন। এরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।








































