
স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম রাসেল:–
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় লন্ডন প্রবাসী ছাত্রদল নেতা নাঈম উদ্দিনের পারিবারিক বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
কোতোয়ালি থানার অন্তর্গত বাসা নং ৮/২-তে গত ৮ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যার পর একদল সন্ত্রাসী এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লন্ডনপ্রবাসী নাঈম উদ্দিন বাংলাদেশ ছাত্রদলের সক্রিয় একজন নেতা ছিলেন।
দীর্ঘদিন ধরেই সন্ত্রাসীদের একটি দল বাসার আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।
অবশেষে সুযোগ বুঝে হামলাকারীরা ওই দিন বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
সূত্রমতে, নাঈম উদ্দিন দেশে না থাকায় তাকে বাসায় না পেয়ে সন্ত্রাসীরা ফিল্মি স্টাইলে হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলায় অন্তত ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর ১০ আগস্ট ভুক্তভোগীর চাচাতো ভাই এস এম সুমন কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ বিষয়টি তদন্ত করছে।










































