প্রচ্ছদ জাতীয় রুমিন ফারহানা বলেন— আমাকে ধাক্কা দিয়েছে, সো আমার লোক তো বসে থাকবে...

রুমিন ফারহানা বলেন— আমাকে ধাক্কা দিয়েছে, সো আমার লোক তো বসে থাকবে না

বিএনপি নেত্রী রুমিন ফারহানার উপস্থিতিতে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে মারধর করার অভিযোগে উঠেছে। আজ ২৪ জুলাই নির্বাচন কমিশনে এই ঘটনা ঘটে। দলটির যুগ্ম মুখ্য-সমন্বয়ক আরিফুর রহমান তুহিন অভিযোগ করেছেন, বিএনপি নেতা রুমিন ফারহানা নিজে উপস্থিত থেকে দলের লোকজনকে দিয়ে এনসিপি নেতাকে মারধর করে।

যদিও এ বিষয়ে পরে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে রুমিন ফারহানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‌‌উনি যেহেতু কোনো পরিচিত মুখ নয়। তিনি এনসিপি থেকে এসেছেন, নাকি জামায়াত থেকে এসেছেন; আমি জানি না। তিনি আমাকে ধাক্কা দিয়েছেন, সো, আমার লোক তো বসে থাকবে না। তার ধাক্কার প্রতিবাদে আমার লোকজন ধাক্কা দিয়েছে। আমি তো একজন মহিলা। পরে আবার তেড়ে এসেছে। সো, আমার লোকজন জবাব দিয়েছেন। সিম্পল।