রুপির দরপতন ঠেকাতে আন্তর্জাতিক ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহার বৃদ্ধির জন্য নতুন নীতি নির্ধারণ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি ভারতীয় মুদ্রার মূল্য সর্বকালীন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় মুদ্রার ব্যবহার বাড়াতে এবার থেকে বিদেশিদেরও ভারতীয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে।
সম্প্রতি এই সংক্রান্ত ঘোষণা করে আরবিআই জানিয়েছে, বিদেশে ভারতীয় ব্যাংকগুলির শাখায় বিদেশি নাগরিকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং সেই অ্যাকাউন্ট হবে ভারতীয় মুদ্রার।
এই নীতি বদলের ফলে সীমান্ত পার লেনদেনে ভারতীয় মুদ্রায় লেনদেন সহজ হয়ে যাবে। অর্থাৎ, বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার ভারতে গেলে অনায়াসে ব্যাংকের মাধ্যমে ভারতীয় মুদ্রাতেই লেনদেন করতে পারবেন। এ ছাড়া ভারতীয় ব্যাংকগুলির বিদেশি শাখায় কোনও বিদেশির অ্যাকাউন্ট থাকলে ভারতে থাকা কোনও ব্যক্তির সঙ্গেও অনায়াসে ভারতীয় মুদ্রায় লেনদেন করা যাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় মুদ্রার আন্তর্জাতিকরণের ফলে এক্সচেঞ্জ রেট সংক্রান্ত ঝুঁকি কিছুটা হলেও কমবে। একইসঙ্গে ভারতীয় ব্যাংকগুলির কারেন্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারও বাড়বে এতে।
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি আরবিআই জানিয়েছে, ২০ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৬৪৪.৩৮ বিলিয়ন ডলার। ১৩ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এক সপ্তাহের মধ্যেই ভারতের রিজার্ভ প্রায় ৮ বিলিয়ন ডলার কমেছে।
দেশটিতে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা থাকে রেমিট্যান্সের। পুরো বিশ্বে রেমিট্যান্সের নিরিখে ভারতই শীর্ষে।
সূত্র: ইনকিলাব
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |