
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক মনোনয়ন দেওয়া প্রার্থীদের ডেকেছে বিএনপি। আজ দ্বিতীয় দফায় বৈঠক। এর আগে গতকাল ১০৭ প্রার্থীর সঙ্গে বৈঠক করে বিএনপির হাইকমান্ড।সেখানে দেওয়া হয় জরুরি কিছু নির্দেশনা।
জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ভিন্নতা আনার কথা আগেই জানিয়েছে বিএনপি। সেই লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দক্ষ এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটিও গঠন করেছে দলটি। ইতোমধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে একটি নতুন অফিসও ভাড়া নেওয়া হয়েছে।
সূত্রমতে, সংসদীয় আসন পঞ্চগড়-১ থেকে শুরু করে ক্রমান্বয়ে ১০৭ প্রার্থীর সঙ্গে প্রথম দিনের বৈঠক হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক নেওয়াজ হালিমা ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীর পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ।
বৈঠকে উপস্থিত একাধিক প্রার্থী জানান, বৈঠকটি মূলত একটি কর্মশালা। এখানে নির্বাচনসংক্রান্ত সার্বিক বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিরা। যেমন-নির্বাচনি এলাকার কেন্দ্র ও আসনভিত্তিক ভোটারলিস্ট প্রার্থীরা কীভাবে ভোটারদের কাছে পাঠাবে বা প্রচার চালাবে। সেসব বিষয় তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত নেতারা বক্তব্য দেন।
বৈঠকে প্রার্থীদের করণীয় এবং প্রচারণা, মনোনয়ন ফরম সংগ্রহ-পূরণ ও জমাদানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ভোটারদের কাছে ভালোভাবে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা-এই আট দফা কীভাবে বাস্তবায়ন করবে তা সহজভাবে মানুষের মাঝে তুলে ধরতে বলা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি আচরণবিধি মেনে চলাসহ প্রচারণায় কৌশল অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক আজও চলবে। কাল শুক্রবার বিরতি দিয়ে বৈঠক শেষ হবে আগামী শনিবার। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে দলের মহাসচিবসহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, ব্যাংকের ঋণ ও অন্যান্য আইনগত ঝামেলা আছে এমন প্রার্থীদের বিকল্প প্রার্থীও ঠিক করে রেখেছে বিএনপি। তবে খুবই সীমিত আসনে এ পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অর্থাৎ মনোনয়ন ফরম সংগ্রহ, পূরণ ও জমা দেওয়া থেকে শুরু করে জামানত ফিসহ সব কার্যক্রম সম্পন্ন করছে বিএনপি। জানতে চাইলে গাইবান্ধা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাইনুল হোসেন সাদিক বলেন, বৈঠকের মূল বিষয়বস্তু হলো নির্বাচন সামনে রেখে প্রার্থীদের করণীয়। বিশেষ করে নতুনভাবে ৮ দফা বা এইট পিলারকে সাধারণ মানুষ ও ভোটারদের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৬টি আসনে এবং ৪ ডিসেম্বর আরও ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। ফলে মোট ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
সূত্র : যুগান্তর













































