
মিডিয়া: ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে ক্রিয়েটিভিটি দেখানোর নানা উপায়। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তা আরও নানা মাত্রিক।
এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক বা ইনস্টাগ্রাম রিল। তবে তা কখনও কখনও ভয়াবহও, কেননা একবার দেখা শুরু করলে নেশার মতো তা টেনে রাখে দর্শকদের। আর সেই বিষয়টিই ফেসবুকের এক পোস্টে তুলে ধরেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।
সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তসলিমা বললেন, ‘যাদের কাজকর্ম নেই, সময়ের দাম নেই, যারা টাইম পাস করার জন্য টাইম খোঁজে, রিল তাদের জন্য ঠিক আছে।’
একই পোস্টে তিনি আরও বলেন, ‘রিল জিনিসটা খুব খারাপ। একটা রিলে ক্লিক পড়ল তো ব্যস, কয়েক ঘণ্টা কেটে যাবে একের পর এক রিল দেখতে দেখতে। এ অনেকটা ড্রাগের মতো, একবার নিলে বারবার নিতে হয়। রক্ত যেমন ড্রাগকে ডাকে, রক্ত রিলকেও ডাকে।’
তবে সৃষ্টিশীল মানুষরা যদি রিলের এই আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে না পারেন, তবে সৃষ্টিশীলতা গোল্লায় যাবে বলে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘রিল ক্রিয়েটিভ মানুষের জন্য নয়।’













































