
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে খবরটি গুজব বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে জানতে পারে, ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের খবরটি সত্য নয়। তারা প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পায়নি।
রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে বলছে, হাসিনা সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন চললেও তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার গণমাধ্যমে বিবৃতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিলেও ওবায়দুল কাদেরকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি বা মন্তব্য দিতে দেখা যায়নি।
সুতরাং, ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারের দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানায় রিউমর স্ক্যানার।
সূত্র: চ্যানেল২৪
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |