মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে রাষ্ট্রপতির সাজা মওকুফের আওতায় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১৬ জন কয়েদি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল ফরহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে উক্ত বন্দিদের কারাগার থেকে মুক্তি প্রদানের আদেশ দেয়া হয়েছে।
সূত্র : Channel 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |