হেড লাইন: ওয়াজের মধ্যে ভারতীয় এক অভিনেত্রীর নাম উল্লেখ করে বয়ান করায় তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ইসলামি বক্তা মুফতি আমির হামজা। এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান আমির হামজা। তিনি বলেন, ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই, যা আমার ওপর করা হয়নি। আমার ব্রেনে পর্যন্ত বিদ্যুতের শক দেওয়া হয়েছে। এ কারণে অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বের হয়ে আসছে। আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না।
মুফতি আমির হামজা বলেন, আমি শারিরীক ও মানসিক কোনোভাবেই সুস্থ না। অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়াতও ক্যান্সেল করতে পারি না। তবে আমি কথা দিচ্ছি, পরবর্তী সময়ে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে মাহফিলে অংশ নেব। এর আগে এক ওয়াজে ভারতীয় এক অভিনেত্রীকে ‘বিশ্বসুন্দরী’ আখ্যা দেন মুফতি আমির হামজা এবং একই সঙ্গে শ্রোতাদের ইন্টারনেটে সার্চ দিয়ে তাকে দেখার পরামর্শও দেন তিনি। এছাড়াও এ সময় আরও কিছু অসংলগ্ন কথাবার্তা বলেন এ বক্তা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |