
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেটের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়া হবে।
এর আগে, এদিন বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থাতেই রয়েছেন।
তিনি বলেন, দেশের বিশিষ্ট চিকিৎসকরা, বিদেশের আমেরিকার জন হপকিংস এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসা করছেন।
বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা বলেছেন ম্যাডামকে হয়ত বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে, তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না।













































