যশোরের অভয়নগরে বিয়ের দাবিতে দুইদিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন এক প্রেমিকা। এরপর থেকে প্রেমিক ইমন শেখ (২৯) পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওই বাড়িতে ভিড় করছেন উৎসুক স্থানীয়রা। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের মুনসুর শেখের বাড়ির সামনে অনশনে বসেন ওই নারী। বুধবারও তিনি ফের অনশনে বসেন।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, দীর্ঘ ৫ বছর ধরে ইমনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলে আসছে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ইমন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে আমাকে খুলনায় নিয়ে যায়। সারাদিন বিভিন্ন স্থানে ঘুরে রাতে ইমন তার নিজ বাড়িতে নিয়ে আসে। তার মা পরিচয় জানতে পেরে ইমনকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
এরপর থেকে ইমনের ফোন বন্ধ রেখে সে পালাতক রয়েছে। আমি তার প্রতিবেশী চাচার রাড়িতে রাত্রিযাপন করছি। আর সকাল থেকে সন্ধ্যা পযন্ত ইমনদের একটি নির্মাণাধীন ভবনে অনশনে বসছি। তিনি আরও জানান, ইমন যদি আমাকে বিয়ে না করে তবে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না।
ইমন শেখের মা রাবেয়া বেগম জানান, রাতে একটি অপরিচিত মেয়ে বাড়িতে এসে পানি খেতে চায়। দরজা খুলে দিলে ঘরে উঠে বসে পড়ে মেয়েটি। পরে মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছি। এরপর থেকে আমার ছেলের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার কোন খোঁজ খরব আমি জানি না।
উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, ছেলে ও মেয়ের মধ্যে বৈবাহিক কোন সম্পর্ক নেই। প্রেমের সম্পর্কের কারণে মেয়েটি ছেলের বাড়ির পাশে অবস্থান নিয়েছে। মেম্বার উজ্জলকে বিষয়টি দেখতে বলেছি।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। পরিবার থেকে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |