
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ফলাফল জানানো হবে আজ শুক্রবার
তবে এই ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ডেইরি গেট, প্রান্তিক গেট এবং বিশমাইল গেট এলাকায় শিবিরের প্রায় পাঁচ শতাধিক সমর্থক অপেক্ষা করছেন।
শিবির সমর্থকরা জানান , ‘ডাকসুর পর জাকসুতেও যদি ছাত্রশিবির ভালো করে তাহলে সারা দেশেই এর প্রভাব পড়বে, একরকম আলোড়ন তৈরি হবে। মূলত উৎসাহ থেকেই আমরা এখানে অপেক্ষা করছি। ফলাফল জেনেই তারপর চলে যাবো।’
বৃহস্পতিবার দিবাগত মধ্যেরাতে টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন জামায়াত ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। এ সময় তার সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেওয়ার বিষয়ে মাওলানা আফজাল হোসাইন বলেন, ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকে আজ নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন নির্বাচনের খোঁজ-খবর নিতে এসেছি।
তবে কিছুক্ষণ পরই বাইকে করে তিনি স্থান ত্যাগ করেন। যদিও তার সঙ্গে আসা নেতাকর্মীরা তখনও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করে ছিলেন।
সূত্র: বাংলা এডিশন










































